বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির অফিস উদ্বোধনে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সমিতি বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত রেজি নং –এস-১১৩৮৭ প্রধান কার্যালয়ঃ ২৫,বঙ্গবন্ধু এভিনিউ। এর অনুমোদন পাওয়ায় ২১ সদস্য বিশিষ্ট রৌমারী উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়। অটোবাইক সোসাইটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন প্রাথমিক গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

বিশেষ অতিথিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী ইমন, রৌমারী থানাঃ ইনচার্জ রুপকুমার সরকার, ট্রাফিক টি, এস,আই আব্দুল হাই, আফজ্জাল হোসেন বিপ্লবসহ আরো অনেকেই।

সভায় সভাপতিত করেন নজরুল আজম,বাবু, এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন অটোবাইক চালানোর মধ্যদিয়ে শতশত অসহায় মানুষ জীবিকানির্বাহ করে থাকেন। তবে রোডে চলাচল এর নিয়মকান্ন পয়েছে এসব মেনে চলতে হবে। আলোচনা সভার বক্তারা অটোবাইক চালকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক সাজেশন ব্যাক্ত করেন। ২১ বিশিষ্ট কমিটির সভাপতি নজরুল আজম,সাধারন সম্পাদক রোস্তম আলী। অটোবাইক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক,তাদের বক্তব্যে তারা সকলেন সহযোগিতা কামনা করেন।