বানেশ্বর বাজারের আমের সুনাম রক্ষার্থে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে- এমপি ডাঃ মনসুর


পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের আমের সুনাম রক্ষার্থে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

গতকাল শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়ায় আমের নিরাপদ উৎপাদন, আহরণ ও সুস্থ বাজারজাতকরণের লক্ষ্যে উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় কালে এই মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূইয়া, থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বানেশ্বর হাটের ইজারাদার মোঃ ওসমান আলী, বানেশ্বর বণিক সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ারুল হক পিন্টু, জেলা যুবলীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক সেলিম শেখসহ আম চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।