বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাসিক মেয়রের বাণী


প্রেস বিজ্ঞপ্তি: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বাণীতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী  ভাই- বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই।

গৌতম বুদ্ধ বিশ্ব মানবতা, সম্প্রীতি ও শান্তি স্থাপনের অনন্য দৃষ্টান্ত। ৬ষ্ঠ শতাব্দিতে জন্ম গ্রহণ করে তিনি ২৯ বছরে দিব্য জ্ঞান অন্বেষণে বেরিয়ে পড়েন।

৪৫ বছর বয়সে তিনি ধর্মীয় দর্শন প্রচার শুরু করেন। তাঁর প্রচারিত ধর্মীয় দর্শনে মানুষকে বিশ্ব কল্যাণের মাধ্যমে পারলৌকিক সাফল্য অর্জনে আহবান জানানো হয়েছে।

আমি তাঁর প্রচারিত ধর্মীয় দর্শন সামাজিক জীবনে প্রতিফলন ঘটিয়ে শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্য তাঁর অনুসারীদের প্রতি আহবান জানাই।