ভালোবাসা দিবসে তুমি কে, আমি কে? বঞ্চিত, বঞ্চিত!


রাবি প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘প্রেম বঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। রোববার  ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আম বাগান চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন তারা।
বিক্ষোভে ‘তুমি কে, আমি কে-বঞ্চিত, বঞ্চিত ; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; আমার ভাই সিঙ্গেল কেনো, প্রশাসন জবাব চাই; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ ইত্যাদি শ্লোগান দেয়। পরে তারা একই স্থানে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন। এছাড়া বিকেলে সংঘের পক্ষ থেকে তারা দুস্থ, অনাথ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি আব্দুল্লাহ’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।