মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্ভাবনী কর্মশালার আয়োজন করা হয়। উদ্ভাবনী  কর্মশালায় গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন দেশের উন্নয়ন হচ্ছে এবং হবে কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ। এই কর্মশালায় দশটি পয়েন্ট রয়েছে যার মধ্যে নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি।

পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, আশ্রয়ন, শিক্ষা সহায়তা। পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশসহ ১০ পয়েন্টে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ প্রত্যাশিরা এসে সকলেই উপস্তিতি হয়ে প্রথমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালার উদ্দেশ্যে বর্ণনা দিয়ে প্রতিষ্ঠানের মনোনীত একজন করে কর্মকর্তা বক্তব্য দেন। কর্মশালায় বক্তারা বক্তব্যে বলেন জাতির পিতা শেখ মজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রাথমিক গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, বিশেষ অতিথিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার সৃতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু,উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের চেয়ারম্যান রৌমারী সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক সামিল ইসলাম জীবন,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ, সভাপতি বাংলা টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা। রৌমারী থানা তদন্ত ওসি আবু সাইদ।

পাশাপাশি উপজেলার সকল দপ্তরের প্রধানগনরাসহ আরও অনেকেই কর্মশালায় অংশগ্রহণ করে সারাদিন ব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে উপজেলা প্রশাসন রৌমারী কুড়িগ্রাম। সঞ্চলনায় ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নবিরুল ইসলাম।