মানবিক সাহায্য সংস্থার উদ্যেগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 


পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও বহুমুখীকরণে অর্থায়ন প্রকল্প (এসএমএপি) প্রকল্পের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় পুঠিয়ার বাশবাড়ি মাসুদের মাল্টার বাগানে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং মানবিক সাহায্য সংস্থার(MSS) বাস্তবায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাঠ দিবসে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মোঃ গাজী রহমান, এরিয়া ম্যানেজার মোঃ আব্দুস সালাম, শাখা ব্যবস্থাপক মোঃ দুলাল মিয়া, সহকারী অফিসার কৃষি মোঃ জুলফিকার আলী, উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদ উল্লাহ সেসময় উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে ৪০ জন কৃষককে ৩ ঘন্টার একটি প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনে কৃষকদের মাল্টা উৎপাদনের প্রযুক্তি, সার প্রয়োগ, মাল্টার রোগ ও দমন ব্যবস্থা,  পোকামাকড় দমন এবং মাল্টা সংরক্ষণ ও বাজারজাত করণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রশিক্ষন প্রাপ্ত কৃষক দের মাঝে মাল্টার চারা বিতরণ করা হয়।