মিয়ানমারে নির্বাচন করতে চায় জান্তা সরকার, ভোট হবে না দেশব্যাপী


মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। ফাইল ছবি

শান্তিশৃঙ্খলা বজায় থাকলে নির্বাচনের আয়োজন করতে চায় মিয়ানমারের জান্তা সরকার। তবে সেই নির্বাচনে ভোটগ্রহণ দেশব্যাপী নাও হতে পারে। জান্তা প্রধান মিন অং হ্লাইং এমন কথার পাশাপাশি বলেছেন, দেশটির অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে যেহেতু বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধাবস্থা রয়েছে, সেহেতু এই সিদ্ধান্তের পথে হাঁটছে তারা।

বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, এরইমধ্যে তারা সেনাবাহিনীকে হটিয়ে কয়েকটি অঞ্চলের দখলও নিয়েছে। কয়েকটি যুদ্ধক্ষেত্রে এখনও তুমুল লড়াই চলছে। এরইমধ্যে জান্তা প্রধান মিন অং হ্লাইং নির্বাচনের কথা বললেন। যেখানে তিনি জানান, মিয়ানমারের পরবর্তী নির্বাচন দেশব্যাপী নাও হতে পারে।