মোহনপুরে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন


মোহনপুর প্রতিনিধি: “আপনার অধকিার আপনার র্কতব্য” দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য নিয়ে মোহনপুরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করছে মোহনপুর উপজলো প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজলো প্রশাসনরে সহায়তায় ও দূর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক) উপজলো শাখার আয়োজনে উপজলো গেটের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজলো পরিষদ হলরুমে নির্বাহী র্কমর্কতা সানওয়ার হোসনেরে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজলো পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা দুপ্রক উপজলো কমিটির সভাপতি সাবেক শিক্ষক এমাজ উদ্দিন মোল্লাসহ উপজলো প্রশাসনরে র্কমর্কতা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

র্বতমান সরকাররে প্রচষ্টোয় সে অবস্থার পরর্বিতন হয়েছে। তবে এখনও সকল ক্ষেত্রেই দূর্নীতি বিরাজমান। দূর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেেক সচতেন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিবেককে জাগ্রত করে পরবিার থেকে শুদ্ধাচার কৌশলের র্চচা করতে হবে।