মোহনপুরে কোভিড-১৯ প্রতিরোধকল্পে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা


মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতাদের সাথে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় অফির্সাস ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, ইউপি চেয়ারম্যান হযরত আলী ,দেলোয়ার হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, জেলা সমন্বয়কারী রাসেল আহম্মেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ইউনিয়ন সমন্বয়কারী মোঃ জুয়েল রানা।

আলোচনা সভায় কোভিড-১৯ প্রতিরোধ এবং করোনার প্রতিষেধক তৃতীয় পর্যায়ের বুষ্টার টিকা সকলকে গ্রহণে উদ্বুদ্ধকরণ করা হয়। উপস্থিত স্থানীয় পর্যায়ের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা প্রধান, ধর্মীয় নেতা এবং উপস্থিত সমাজের উচ্চ পর্যায়ের
নেতৃবৃন্দের সাথে নিজ নিজ অবস্থান থেকে সকল কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতা এবং মতামত নেওয়া হয়।

সকলকে বুষ্টার ডোজ নেওয়ার জন্য বিশেষ জনসচেতনতায় গুরুত্ব দেওয়া হয়।