মোহনপুরে বিচ্ছিন্ন অগ্নিসংযোগ


মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার বজরপুর গ্রামে বিচ্ছিন্ন স্থানে অগ্নিকান্ডে পান বরজসহ পাটকাঠির পালা পুড়ে গেছে। গত শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ নির্বাচনী প্রভাব বিস্তারের জন্য কে বা কারা এধরণের ঘটনা ঘটিয়েছে। এ না হলে একই সময় ভিন্ন ভিন্ন ৫টি স্থানে অগ্নি দূর্ঘটনা ঘটতো না।

খবর পেয়ে দ্রুত মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন বজরপুর গ্রামের কৃষক আতাউর রহমান, মজিবর, নঈমুদ্দিন মাস্টার এবং খাঁড়ইল গ্রামের পারেস আলী। এসময় তাদের  কয়েকটি পান বরজে আগুণ লাগে। জ্বালিয়ে দেয়া হয় পাটকাঠির (শিনট) বিশাল দুটি পালা।

ভুক্তভোগী কৃষক আতাউর রহমান বলেন, তার পানবরজে ব্যবহারের জন্য কেনা পাটকাঠির পালা (স্তুপ) পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া একই সময়ে গ্রামের কয়েক জায়গায় পান বরজে আগুণ জ্বলছিল। এতে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস আগুণ
নেভায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।