মোহনপুরে সওজ এর জায়গায় মার্কেট নির্মান


মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে সইপাড়া- মাদারীগঞ্জ রাস্তা কুটিবাড়ী বাজারে সড়ক ও জনপথ (সওজ) এর জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে যুবদল নেতা মাসুদ রানার বিরুদ্ধে। মাসুদ রানা উপজেলার কোটালীপাড়া গ্রামের তসলেমের ছেলে ও ফতেপুর বালিকা বিদ্যালয়ের সহকারী লাইব্রেরীয়ান পদে কর্মরত।

এলাকায় প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মার্কেটের দ্বিতল ভবনের ছাদ ঢালায়ের কাজ করছেন বলে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার (২১আগস্ট) কুটিবাড়ী বাজারে গিয়ে মার্কেটের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করতে দেখা গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত কুরবানী ঈদের কয়েকদিন আগে মার্কেটের নির্মান কাজ শুরু করে যুবদল নেতা মাসুদ রানা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সরেজমিনে নির্মান কাজ বন্ধের নির্দেশনা দেন। পাশাপাশি সওজ এর জায়গা ছেড়ে দিয়ে নির্মান কাজ করতে বলেন।

এরপর গত ১৯ আগস্ট ভোরে সহকারী কমিশনার (ভুমি) এর নির্দেশনা উপেক্ষা করে ফের নির্মান কাজ শুরু করেন। এঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও ভবনের গা ঘেষে পল্লী বিদ্যুতের তার থাকায় যেকোন মূহুর্তে দূর্ঘটনার শংকা রয়েছে।

এ বিষয়ে জাহানাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বলেন, যুবদল নেতা মাসুদ রানা নিয়মনীতির তোয়াক্কা না করে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে মার্কেটের দ্বিতল ভবনের ছাদের নির্মান কাজ করছেন। এতেকরে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমি বরাবরই তদেরকে নিষেধ করেছি কিন্তু তারা শুনেনা। আমি দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাসের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও এ রিপোর্ট লিখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।এবিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক উপ বিভাগ -১ নাহিনুর রহমান জানান সড়ক ও জনপথ জমির উপর অবৈধ স্থাপনা নির্মান করলে তা উচ্ছেদ করা হবে।