যথাযোগ্য মর্যাদায় দিনাজপুর কে বি এম কলেজে গণহত্যা দিবস পালিত হয়


মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। দিনাজপুর কে বি এম কলেজে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে কুইজ( গণহত্যা বিষয়ক) প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা, আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অন্তর্ভুক্ত ছিল।

কলেজের শরীর চর্চা শিক্ষক জনাব জাহেদী পারভেজ অপূর্ব এর সঙ্চালনায় ও অধ্যক্ষ জনাব জিয়াউল হুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আকবর আলী ও বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম।

আমন্ত্রিত অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁদের বিভিন্ন স্মৃতি স্বরণ করেন। শিক্ষকবৃন্দের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন উপাধাক্ষ্য সরদার কুদরত ই খুদা, সরকারী অধ্যাপক হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুস সবুর। কোরান তেলওয়াত করেন সহকারী অধ্যাপক আব্দুল হাই, গীতা পাঠ করেন কেতোকী নাথ অধিকারী।

অতপরঃ সমবেত কন্ঠে জাতীয় সংগিত পরিবেশিত হয়।কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

 

সভাপতি মহোদয় আমন্ত্রিত অতিথি বীরমুক্তিযোদ্ধাবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।