যুক্তরাষ্ট্রের বর্ণবাদ তদন্তের উদ্যোগ জাতিসংঘের


আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত মানুষের বিরুদ্ধে ‘পদ্ধতিগত বর্ণবাদের’ ঘটনার তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘ। শুক্রবার (১৯ জুন) দেশটিতে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে চলে আসা বর্ণবাদী বৈষম্য, অন্যায়, অবিচারের তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। খবর টেলিগ্রাফ, এনডিটিভি।

সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের প্রধান কার্যালয়ে শুক্রবার এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটকে এক বছর সময়ের মধ্যে তদন্ত করে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রস্তাবের ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। যদিও দুই বছর আগেই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রে মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড হত্যার প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বর্ণবাদ ও পুলিশী বর্বরতার তদন্ত চেয়ে আফ্রিকান দেশগুলোর আনা প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত ডিসায়ার সৌগৌরি শুক্রবার মানবাধিকার পরিষদে এই প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবে ৪৭ সদস্য দেশের ফোরাম সর্ববসম্মতভাবে অনুমোদন দেয়।

এ ম্যান্ডেটের ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্র সরকারের পদক্ষেপ এবং পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবেন। তাকে একবছরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

আফ্রিকান দেশগুলোর প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে আফ্রিকান বংশোদ্ভুত মানুষের বিরুদ্ধে বর্ণবাদী নিপীড়ন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ নানা অন্যায়, অবিচার খতিয়ে দেখার আহ্বান জানানো হয়।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়পোলিসে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে দেশটিজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জের ধরে বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরে আফ্রিকান দেশগুলো তদন্তের প্রস্তাব তুলে। ও

ই আলোচনায় নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এরপরই মানবাধিকার কাউন্সিল এ ঘোষণা দিল।- ব্রেকিংনিউজ/