রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবি


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় নক্সাবিহীন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করায় আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), রাজশাহী সিটি কর্পোরেশন ও আরএমপির চন্দ্রিমা থানায় অভিযোগ দেয়া হলেও ভবন অপসারণ হয়নি। অবিলম্বে ঝুঁকিপূর্ণ সেই ভবন অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

প্রায় এক যুগ থেকে নির্মানাধীন ওই ভবন অপসারন করতে মসরুল হুদা রাসেল নামে স্থানীয় এক বাসিন্দা গত মঙ্গলবার (১২ জানুয়ারি) চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

রাসেল জানান, তাদের এলাকায় বহু পুরাতন দুই তলার ওই ভবনটি এক যুগ থেকে একদিকে হেলানো ছাদ ও দেয়াল ধ্বসে গেছে। সাহউল হুদা সোহেল নামে এক ব্যক্তি ভবনটি নির্মাণ করছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিলেও ভবনটি একই অবস্থায় রয়েছে।

 

এ ঘটনায় অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত সাহউল হুদা সোহেলের বক্তব্য পাওয়ান যায়নি। তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।