রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে- আর.এম.পি কমিশনার


স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে আগামী পহেলা অক্টোবর থেকে অনুষ্ঠিত দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে রাজশাহী পুলিশ লাইনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও পূজা উদযাপন পরিষদের সম্পাদক পার্থ পাল সহ অনেক উপস্থিত ছিলেন।

এসয় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবছর নগরীর ৯৫ টি স্থানে দুর্গাপুজা। প্রত্যেকটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং পুলিশ ও আনসার নিয়োগ করা হবে। তিনি বলেন রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অনন্য নজির রয়েছে।