রাবিতে ভর্তি হয়েও ক্লাস করার সুযোগ হলো না রাশেদের


রাবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ ‍শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটে ২৬তম হয়ে আইন বিভাগে ভর্তি হয় রাশেদ । ভর্তি হলেও ক্লাস করার সুযোগ হলো না তার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে হার্ট অ্যাটাকে নিভে যায় তার জীবন প্রদীপ। বালুরচর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আলিম ও লক্ষীপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে রাবির আইন বিভাগে ভর্তি হয় এ শিক্ষার্থী।
রাশেদের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনস গ্রামে। পিতা মৃত রুহুল আমিন মাতা মুর্শিদা বেগমের সন্তান ছিলেন তিনি । এই মেধাবীর মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, লক্ষ্মীপুর সদর থেকে রেশন নিয়ে বাড়ি আসার পথে তার বুকে ব্যথা শুরু হয় । হঠাৎ করে তার শ্বাস- প্রশ্বাস বন্ধ হয়ে যায়। বাসায় ডাক্তার নিয়ে এলে এক পর্যায়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তার প্রতিবেশি মাহাবুবুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাশেদ অনেক নম্র ও ভদ্র একটা ছেলে ছিলো রাশেদ । সে অনেক মেধাবী ছিলো তার এই অকাল মৃত্যু সত্যি আমাদের কাছে দুঃখজনক। আমরা মানতেই পারছি না যে আমাদের মাঝে রাশেদ আর নাই।