শিবগঞ্জের প্রগ্রেসিভ এনজিও মালিক সামাদকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে র্র্যাব


ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎকারী ভূয়া এনজিওথর মালিক, মূলহোতা, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার সহ ৬ জন প্রতারককে গ্রেফতার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বুধবার (২৩ নভেম্বর) বেলা ৩ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১৫ নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটী-কমলাকান্ত গ্রামের, মৃত সবের আলী ও ফিনিয়ারা বেগমের ছেলে আব্দুস সামাদ (৪৫) কে গ্রেফতার করে। তার দোতলা বিল্ডিং এর নীচতলায় ওই আব্দুস সামাদ কর্তৃক পরিচালিত প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) সংস্থার অফিস কক্ষ হতে প্রগ্রেসিভ স্টার সোসাইটি সংস্থায় মানুষের জমাকৃত ৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ আব্দুস সামাদ (৪৫), ছাড়াও অন্য আটককৃত হলো তার ম্যানেজার রশিকনগর গ্রামের মৃত আব্দুস সালাম ও মনোয়ার বেগমের ছেলে ম্যানেজার জামাল উদ্দিন (২৩), নয়ালাভাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমান ও শারমনি মারিয়ার ছেলে হিসাব রক্ষক মাহফুজুর রহমান (২২), হরিনগর গ্রামের মৃত এনামুল হক ও নাসিমা বেগমের ছেলে মাঠকর্মী জুয়েল আলী (২৪), নয়ালাভাঙ্গা (শিরোটোলা) গ্রামের মোবারক আলী ও জবা বেগমের ছেলে মাঠকর্মী গোলাম রাসেল (২৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার ললিতনগর গ্রামের -মৃত মুক্তার হোসেন ও খাদিজা বেগমের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

তাদের নিকট থেকে, ৫০০০ টি ভূয়া পাশ বই, ৩টি বিভিন্ন ব্যাংকের ব্যাংক চেক, ৭ টি মোবাইল ফোন, ১২ টি সীমকার্ড ও ২৪ টি ভূয়া সীল সহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) নামে এই ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। এবং উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে।

অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্যাংক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত ৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।

অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের একটি চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে বুধবার (২৩ নভেম্বর) বর্ণিত এলাকা হতে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পি.এস.এস) এর পরিচালক, মূলহোতা, এরিয়া ম্যানেজার সহ প্রতারক চক্রের ওই ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি সময়ে গনমাধ্যমে এনজিওর বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র‌্যাব তা আমলে নিয়ে উক্ত সফল অভিযান করতে উদ্বুদ্ধ হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।