শিবগঞ্জে ডিবি পুলিশের হাতে অস্ত্র ও গুলি সহ আটক ১


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  শিবগঞ্জে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও তিন  রাউন্ড গুলি সহ রবিউল নামে এক ব্যক্তিকে আটক  করেছে জেলা  ডিবি পুলিশ। আটককৃত  ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।
সোমবার বিকেলে ডিবি পুলিশের একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায়, এ এস আই আসগর আলির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল যে গোপন সংবাদেও ভিত্তিতে , ছয়  আগস্ট রোববার রাত পৌণে ১১ টার দিকে শিবগঞ্জ থেকে ঢাকা গামী একতা পরিবহনের যাত্রী রবিউল ইসলামের দেহ তল্লাশী করে  তার কোমরে প্যান্টের সাথে লুকিয়ে রাখা বিদেশী একটি পিস্তুল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
এ সময় তাকে আটক করা হয়।  এ ঘটনায় শিবগঞ্জ থানায় এশটি মামলা হয়েছে এবং আটক কৃত রবিউল ইসলামকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে থানা পুলিশের সহায়তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।