সরকারি সম্পদ  রক্ষা এবং সদব্যবহারের জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান- প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক


সোহেল রান, নাটোর প্রতিনিধি : সরকারি সম্পদ যথাযথভাবে রক্ষা এবং সদব্যবহারের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি  শনিবার নাটোর জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাসিক সভায় এই আহ্বান জানান।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাটোর-২ আসনের  সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্মা  নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ কর্মকর্তাবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রগণ এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ।