সানোয়ার হোসেন সানুর মৃত্যুতে জাসদের শোক


স্টাফ রিপোর্টার :  জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী জেলার নেতা সানোয়ার হোসেন সানু (৫৫)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১জুলাই) সকাল ৮ টায় প্রেমতলীস্থ নিজ বাস ভবনে নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু সানোয়ার হোসেন সানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্তপরিবার-পরিজন-
বন্ধু-সহযোদ্ধা-সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাজশাহী মহানগর জাসদের নেতৃবৃন্দ বলেন,সানোয়ার হোসেন সানু রাজপথের আন্দোলন সংগ্রামের একজন অসীম সাহসী লড়াকু নেতা ছিলেন। তাঁর মৃত্যু রাজশাহীর জাসদ রাজনীতিতে একটি অপূরণীয় ক্ষতি।