স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্লে-ব্যাক করে প্রশংসিত হলেন শ্রেয়া ব্যানার্জী


শ্রেয়া ব্যানার্জী

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস স্বরণে কবির অপরিচিতা গল্প অবলম্বনে আজাদুল ইসলাম আজাদ এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কল্যাণীর শেষ কথা”তে প্লে-ব্যাক করে প্রশংসিত হলেন মহাদেবপুরের মেয়ে শ্রেয়া ব্যানার্জী। এ স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রের আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রেয়া ব্যানার্জী।

শ্রেয়া ব্যানার্জীর কন্ঠে গাওয়া এ গানটির সংগীতায়োজন করেন নিবাস বর্মণ। বরেন্দ্র সাহিত্য পরিষদের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলো হলরুমে এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় কবিতা ভুবনের সভাপতি কবি, অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

বরেন্দ্র সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি আসাদুজ্জামান পলাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক বরেন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মো. আইনুল হোসেন। উদ্বোধনী প্রদর্শনীতেই উপস্থিত দর্শকরা শ্রেয়া ব্যানার্জীর গায়কীর ব্যাপক প্রশংসা করেন। শিল্পী শ্রেয়া ব্যানার্জী উপজেলা সদরের ব্রাহ্মণপাড়ার গৌতম ব্যানার্জী ও কেয়া ব্যানার্জীর একমাত্র কন্যা।

রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শ্রেয়া ব্যানার্জীর গানচর্চা শুরু হয় ৬ বছর বয়সে। ২০১৭ সালে বাংলাদেশ বেতারে একটি ছড়া গান রেকডিংয়ের মাধ্যমে সে সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে। মুলত সে রবীন্দ্র সংগীত ও লোক সংগীত গাইতে স্বাচ্ছন্দবোধ করে।

জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্লে-ব্যাক করে জনপ্রিয়তা পাওয়ায় সে ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ভবিষ্যতে সে একজন বড় সংগীত শিল্পী হতে চায়। এজন্য সে সকলের আর্শিবাদ কামনা করেছে।