স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাইকগাছায় টিসিবির মাল কিনতে উপচে পড়া ভীড়


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় স্বাস্থ্যবিধির বালাই নেই টিসিবির মাল কিনতে উপচে পড়া মানুষের ভিড়। চাহিদার তুলনায় সরবরাহকৃত পণ্যর পরিমাণ কম হওয়ায় ডিলারকে পণ্য বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে । রবিবার সকাল ৮ টা থেকে উপজেলা পরিষদের সামনে ট্রাকে করে তেল, চিনি, ডাল বিক্রি করছে।

স্বাস্যবিধি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে দরিদ্র শ্রেণীর মানুষেরা অপেক্ষায় থাকলেও বিশিষ্টজনেরা তাদের আগেই পণ্য নিয়ে ভাগছে। উপজেলার বাতিখালী গ্রামের মৃতু জমির গাজীর ছেলে আকরাম গাজী (৮১) জানান, টিসিবি মাল কিনতে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। ট্রাকের মাল প্রায় শেষ।

আমার কপালে এখনও জুটেনি। টিসিবির পণ্য বিক্রেতা রিংকু জানান, করোনাকালে মানুষের চাহিদার তুলনায় টিসিবির পণ্য সরবরাহ অনেক কম। যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সকলকে পণ্য দেয়া সম্ভব হবে না। টিসিবি’র পণ্য জনপ্রতি ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি ডাল ১১০ টাকা ও ৫ লিটার তেল ৫শ টাকায় বিক্রি হচ্ছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভায় কোন ডিলার না থাকায় কপিলমুনির ডিলারকে দিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করায় লোকজনের অধিক ভিড়।