হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে সান্ত্বনার জয় টাইগারদের


ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। সান্ত্বনার এই জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টাইগাররা।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা।

কিন্তু সাকিব-লিটন জুটিতেই জয়ের পথ সহজ নেয় টাইগাররা। তবে দলীয় ৮৯ রানের মাথায় মোহাম্মদ নবীর বলে সাকিব বিদায় নেন। তবে তাওহিদ হৃদয়কে নিয়ে জয় নিয়ে মাঠে ছাড়েন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন। এদিন ব্যাট হাতে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ৪৫.২ ওভারে ১২৬/১০

(আজমতউল্লাহ ওমরজাই ৫৬, হাসমতউল্লাহ শহীদি ২২, মুজিব উর রহমান ১১ ও নাজিবুল্লাহ জাদরান ১০)

(শরিফুল ৪/২১, তাসকিন ২/২৩, তাইজুল ২/৩৩, মেহেদী ১/৩৫, সাকিব ১/১৩)

বাংলাদেশ ২৩.৩ ওভারে ১২৯/৩

(লিটন দাস ৫৩*, তাওহিদ হৃদয় ২২*, সাকিব ৩৯, শান্ত ১১, নাঈম ০)

(ফজল হক ফারুকি ২/২৫, নবী ১/৭)

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমে আফগানদের মাত্র ১২৭ রানেই আটকে ফেলে টাইগাররা। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে গেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগার পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিং স্পেল ২১ রানে ৪ উইকেটে আফগানদের মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছে বাংলাদেশ। আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ৫৬ রানের লড়াকু এক ইনিংস খেলেন।

তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের কোনো রান করার আগেই বিদায় নেন ওপেনার নাঈম শেখ। তৃতীয় ওভারে ফজল হক ফারুকির বলে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার। এরপর নাজমুল হোসেন শান্তু তিনে ব্যাটিংয়ে নেমে টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন।

তবে দলীয় ২৮ রানের মাথায় ওই ফারুকির জালেই ধরা দেন শান্ত। তার বলে বোল্ড হয়ে বিদায়ের আগে ১৫ বলে দুই বাউন্ডারিতে ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান।