১০ ভিক্ষুকের ভাগ্যে জুটলো মুদি দোকানঘর


বগুড়া প্রতিনিধি: ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন করার লক্ষ্যে বগুড়ায় ১০ ভিক্ষুককে পন্যসহ মুদি দোকানঘর উপহার দেয়া হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার(১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এসব উপহার দেয়া হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তর এই আয়োজনে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচিতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের কাছে দোকানঘরগুলো হস্তান্তর করেন বগুড়া-০৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা ও জেলার সাবেক কমান্ডার মো. রুহুল আমিন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ মো. কাওছার রহমান।

দোকানঘর প্রাপ্ত যে ভিক্ষুক উপকারভোগীরা হলেন, সদর উপজেলার শেরে বাংলা নগরের মোছা. নাজমা বেগম, মালগ্রাম দক্ষিণপাড়ার মো. ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মো. মমিন হোসেন, আকাশতারার মো. হারুনুর রশিদ, জয়পুরপাড়ার মো.আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার মো. বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের মো. জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের মো. আছমা, শাজাহানপুরের রানীরহাটের ঈমান আলী, কামারপাড়ার মো. আব্দুল জলিল।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কর্মসংস্থান ও পুনর্বাসনের কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে চলতি বছর ২৭ জন ভিক্ষুককে পুর্নবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ জনকে দোকানঘরের ব্যবস্থা করে দেয়া হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল সাড়ে ৯টার দিকে শহরের জিলা স্কুল বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাঃ সাইফুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (বার) পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন (বাবলু)।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জাতীয় শোক দিবসে বগুড়ার বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে এতিম দুস্থদের মাঝে খাবার প্যাকেট ও ১২ জন শিল্প উদ্যোক্তাদের মাঝে ২৫ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।