ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক স্থানে গতকাল শনিবার সকাল ৭ টায় ব্যাটারি চালিত অটোচার্জারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন আটোচার্জার যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম নয়াপড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০) ও একই উপজেলার রঞ্জয়পুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৬০)। আহত তিনজনের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী (দিনাজপুর-ট-১১-০১৫৭) ট্রাককের সাথে বিরামপুর থেকে দলারদরগা গামী ব্যাটারিচালিত অটোরিকশার চড়ারহাট নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।