অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরীর অপরাধে দুটি কারখানায় জরিমানা


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরির অপরাধে দুটি সেমাই কারখানা ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের পালপাড়া সেমাই কারখানায় ও রজাকপুর সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব আহমেদ।
অভিযান পরিচালনা শেষে পরবর্তীতে অস্বাস্থ্যকর পরিবেশ মানহীন সেমাই যেন তৈরি না করে সেজন্য কারখানা মালিকদের সাবধান করে দেয়া হয়। অভিযান পরিচালনার সময় প্রশাসনের কর্মকর্তা এনএসআইয়ের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।