আইজিপির সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টাইন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে আইজিপি এবং কানাডিয়ান হাইকমিশনার উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।