করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া প্রয়োজন। তবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র। জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন বলেছিলেন, ‘ম্যাডাম এখন হাসপাতালে আছেন। তাঁকে ২৪ ঘণ্টা আক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেভাবেই তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। এখনও সিটি স্ক্যান রিপোর্ট আসেনি, আসলে বিস্তারিত জানাতে পারব।’