আইসিসি র‌্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় ফারজানা


ছবি- সংগৃহীত

কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ নারী দল। ওই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের মেয়েরা। তবে সিরিজে বাংলাদেশের হয়ে ফারজানা হক পিংকি একমাত্র সেঞ্চুরিটি পেয়েছেন। এতে আইসিসি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন এই ব্যাটার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে ১০২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ফারজানা। তার শতকে অসাধারণ পুঁজি দাঁড় করায় টাইগ্রেসরা। তবে বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

সিরিজ হারলেও সেই সেঞ্চুরির সুবাদে র‍্যাঙ্কিংয়ে ফারজানার দুই ধাপ উন্নতি হয়েছে। ১৫তম স্থান থেকে ১৩তম অবস্থানে পৌঁছে গেছেন এই ওপেনার; যা কিনা তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

এদিকে তিন ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন রাবেয়া। অন্যদিকে সিরিজে ব্যাট হাতে ৩৩ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৬৮ এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৯০তম স্থানে উঠে এসেছেন রিতু মনি।