প্রেস বিজ্ঞপ্তি : সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নানান কর্মসুচী পালন করেছে রাজশাহী জেলা আওয়ামীলীগ। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, রাজশাহী কলেজে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটা হয়।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেরতা আব্দুল ওয়াদুদ দারা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের এড. লায়েব উদ্দিন লাভলু।
পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেতা আব্দুল ওয়াদুদ দারা।
এসময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের এড. লায়েব উদ্দিন লাভলু, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড. আব্দুস সামাদ মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক এড. নাসরিন আখতার মিতাসহ প্রমুখ ।