প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা চারঘাট উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার সরকারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। আজ সোমবার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, চারঘাট উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সাত্তার সরকার তৃণমুলের আস্থার প্রতিক ছিলেন। দলের দুঃসময়ের কান্ডারী ছিলেন তিনি।
তাঁর মুত্যৃতে রাজশাহী জেলা আওয়ামী লীগ গভীর শোকাহত।