আগস্টে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’


সিনেমাটির দৃশ্য। ছবি : ফেসবুক থেকে নেওয়া

তিন বছর আগে বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন আল্লু অর্জুন। সেটা ‘পুষ্পা’ সিনেমা দিয়ে; সাদামাটা গল্পের এই সিনেমা আল্লু অর্জুন-ফাহাদ ফাসিলের জুটির অনবদ্য অভিনয়ের কারণে তুমুল দর্শকপ্রিয়তা পায়। সিনেমাটির দুর্দান্ত সাফল্যের পর থেকে দর্শকরা অধীর প্রতীক্ষায় রয়েছে দ্বিতীয় কিস্তির জন্য।

সম্প্রতি নির্মাতারা একটি বিশেষ পোস্টারসহ সিনেমাটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। ‘পুষ্পা ২’ যার শিরোনাম ‘পুষ্পা: দ্য রুল’, চলতি বছরের ১৫ আগস্ট একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’ পোস্টারটি শেয়ার করে লিখেছে, ‘২০০ দিনের মধ্যে রাজত্ব শুরু হবে।’

সুকুমারের লেখা ও পরিচালনায় ‘পুষ্পা: দ্য রুল’ এ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে।