মো.পাভেল ইসলাম, স্টাফ রিপোর্টার: নারীর সামগ্রিক উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য ১০০ আসন সংরক্ষণ চেয়ে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী মহিলা আওয়ামী লীগ, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ, রাজশাহী দিনের আলো হিজরা সংঘ সহ অন্যান্য সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা জামান মালা,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন সহ আরও অনেকে।
মানববন্ধনে রাজনীতিতে নারী ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীর ১০০ সংরক্ষিত আসন প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন নারী নেত্রীরা।