
বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এ উপলক্ষে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এ সময়ে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, ১৩৮৩ সনের ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।