আটঘরিয়ায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) আটঘরিয়া প্রেসক্লাবে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম বাসিত, টেবুনিয়া শিক্ষা সাংস্কৃতিক পরিষদের সভাপতি এইচ কে এম আবু বক্কর সিদ্দিক, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আফতাব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া ফ্রেন্ডস্ ফোরামের আহবায়ক ও কবি বন্দে আালী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন৷
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা ফ্রেন্ডস্ ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন প্রতিনিধি আব্দুস সাত্তার মিয়া।