আটঘরিয়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার আটঘরিয়ায় নকলমুক্ত সুন্দর পরিবেশে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা নকল মুক্ত ও সুন্দর পরিবেশে গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ বেলাল হোসেন খান সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, পারখিদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু রাসেল, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফারুক হোসেন।
মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কক্ষ পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।