আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক শিক্ষকদের বনভোজন সম্পন্ন হয়েছে। উপজেলার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলাম এর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সকল শিক্ষক এই উদ্যোগ নেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার কৃষি ফার্মে তাদের এই বনভোজন সম্পন্ন করেন।
এ সময় আটঘরিয়া উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলাম অনুযায়ী যে সমস্ত শিক্ষক ও শিক্ষিকা স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে পাঠদান করেন তারা সকলেই এ বনভোজনে অংশগ্রহণ করেন। তাদের এই উদ্যোগকে অন্যান্য শিক্ষকগণ সাধুবাদ জানিয়েছেন এবং বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় বলে আখ্যায়িত করেছেন।