আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও চাঁদভা ইউনিয়নের নাগদহ দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মোতালেব এর বাড়িতে ভোররাতে কালো মুখোশ পড়ে কিশোর গ্যাংরা সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে
এসময় কিশোর গ্যাং ডাকাতরা প্রায় আড়াই লাখ টাকার সোনার গহনা, নগদ টাকা ও পোশাকাদী নিয়ে যায়।
রবিবার( ৩০ অক্টোবর) ভোর রাতে ডাকাতদলে ৫-৬ জনের কিশোর গ্যাং ছিল বলে বাড়ির লোকজন জানায়। যাদের সবার বয়স ১৫ থেকে ২০ বছর।
আব্দুল মোতালেব জানায়, এদিন তার বাড়িতে মহিলা আত্মীয়-স্বজন বেড়াতে এসেছিল। ডাকাত দলের সবাই মুখবেঁধে ধারালো অস্ত্রসস্ত্রসহ বাড়িতে ঢুকে বাড়ির সবার মুখে কস্টেপ মেরে ঘরে আটকিয়ে রাখে।
এসময় ডাকাতরা বাড়ির লোকজনের ৩-৪ ভরি সোনার গওনা, নগদ ৭-৮ হাজার টাকা এবং কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আটঘরিয়া থানা থেকে পুলিশ ভোরে এসে তথ্যাদি নিয়ে যায়। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।