আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় মাঠের মধ্যে আম গাছ থেকে শামীম হোসেন (১৭) নামে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কদমডাঙ্গা গ্রামের বোরামাড়া বিলের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শামীম উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের শাহীন হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীম হোসেন সোমবার বিকেলে ঐ মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠের মধ্যে একটি আম গাছে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মায়ের ওপর অভিমান করে মাঠে ঘাস কাটতে গিয়ে সবার অগোচরে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত সত্য বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।