আটঘরিয়ায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্্যালী শুরু করে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গিয়ে শেষ হয়।
আটঘরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এসএম শাজাহান আলী,  একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল,
সরকারি কলেজ শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল আক্তার,
পারখিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন,  খিদিরপুর কলেজের প্রভাষক তুহিন আক্তার খান, চাঁদভা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ রইচ উদ্দিন, দেবোত্তর দাখিল মাদরাসার সুপার মাও. জহুরুল ইসলাম খান, দেবোত্ত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,
আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, মাজপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোকারদ্দেস আলী, শিবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উত্তম কুমার বিশ্বাস,  প্রমুখ।
সমাবেশটি পরিচালনায় ছিলেন বিএলকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। উক্ত সমাবেশে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।