আটঘরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজির এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরনা’ এই প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজির এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অস্বচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও দুঃস্থ্য মহিলাদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার(৮আগষ্ট) সকাল আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাস্।ু অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান।

আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা কাতুন মায়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহাজান আলীম, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, পপি রানী সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু বলেন, ৭জন অস্বচ্ছল মহিলাদের সাতটি সেলাই মেশিন, ৩জন দুঃস্থ্য মহিলাকে ২হাজার টাকা এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।