
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ আগস্ট) সকাল এগারোটার সময় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
আরও বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ,
যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, ক্ষুদ্র কুঠির উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা সিনিয়র ব্যবস্থাপক অফিকুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ প্রমুখ।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।