আটঘরিয়ায় শিশুশ্রম নিরসন বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মতবিনিময় সভা


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ বাস্তবায়ন এবং এসডিজি এর শিশুশ্রম নিরসন বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১৭আগষ্ট) সকালে আয়োজিত আটঘরিয়া উপজেলা প্রশাসনের এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের পাবনার আয়োজনে এসময় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর পাবনার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি পরিচালক (ইঞ্জি:) বি, আর, টি, এ পাবনার মোঃ আব্দুল হালিম, চীফ কো-অডিনেটর এসডিজি প্রকল্প আটঘরিয়ার সানাউল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার উজ্জল হোসেন প্রমুখ।