
পুলিশ ও নিহতের আত্নীয় সুত্র জানা গেছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ওইদিন সকালে সোহেল রানা মোটরসাইকেল (কুষ্টিয়া-হ ১১-৭১৬৭) যোগে প্রতিদিনের ন্যায় মাছ কেনার জন্য কুষ্টিয়া থেকে চাটমোহর যাচ্ছিল। এসময় চাটমোহর থেকে ছেড়ে আসা পিকাপভ্যান(ঢাকা মেট্রো-ঠ ১১-৭৯০৩) বাঐখোলা নমাকস্থনে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তবে কোন দাবিদাওয়া না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।