আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায়৷ ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সমানে নিয়ে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবর রহমান।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, কয়রাবকড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্ররণা সমবায় সমিতির সভাপতি তারা খাতুন, চাঁদভা কুষ্টিয়াপাড়া কৃষি সমবায় সমিতির সভাপতি আসাদুজ্জামান নান্নু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্সমকর্মতা ও সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।