পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে।
আলজাজিরার তথ্যমতে, মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী সামরিক কনভয়ে নিজেকে উড়িয়ে দেয়। ঘটনাস্থলটি আফগানিস্তান সীমান্ত থেকে ৬১ কিলোমিটার দূরে।
ভয়াবহ এই বোমা হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রাখে এবং সন্ত্রাসীদের দমনে অভিযান চলায়। তবে, কোনো গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি।
এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।
উল্লেখ্য, পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা। গত কয়েক বছরে এই অঞ্চলে হামলা বেড়েছে। গত মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জনেরও বেশি লোক নিহত হন।