আত্রাইয়ের বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও, আর্থিক জরিমানা


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ন‌ওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ ও অর্থ জরিমানা করা হয়েছে।রবিবার (১৪ অক্টোবর) বিকেল পাঁচটার সময় উপজেলার নবাবেরতাম্বু গ্রামে এ ঘটনা ঘটে। আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আলিমের ছেলে ওমর ফারুক (১৭) সাথে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানার সিংড়া গ্ৰামের কুদ্দুসের মেয়ের (১৮) সাথে বিয়ের আয়োজন চলছে। গোপন সূত্রের মাধ্যমে এমন সংবাদ পেলে আত্রাই থানার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়ি গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এবং ৭/২ ধারায় বরের বাবাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১৭ বছরের ছেলে এবং ১৮ বছরের মেয়ের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে বাল্য বিবাহ অভিযান পরিচালনা করা হয়। এবং ছেলের বাবাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।