আত্রাইয়ে অভিযানে নিষিদ্ধ রিং জাল জব্দ


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকল ১০ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই অভিযান পরিচারনা করা হয়।
এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর সুইচগেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৭০০ মিটার নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। পরে জব্দকৃত রিং জালগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এবং উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ডা. আবু আনাছ উপস্থিত থেকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।