আত্রাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধ দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান 


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ন‌ওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে পতাকা উত্তোলন ও মানববন্ধন র‌্যালি বাহির হয় এবং পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.এফ.এম মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রায়হানুর কবির, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলু, জান্নাতুল ফেরদৌস, মাসুদ রানা।
এ দিকে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার,প্রতিবন্ধী অফিসের কর্মকর্তা জনাব পি এম কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে চার জন নারীকে সম্মাননা ক্রেচ ও সার্টিফিকেট প্রদান করা হয়।