
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, উপজেলা আনসার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।